যতটুকু জানি,বাংলাদেশের সর্বাধিক আলোচনার বিষয় এখন, স্টার জলসার কিরন মালা
এবং পাশাপাশি ভারতের অন্যান্য টিভি চ্যানেলের সিরিয়াল কে কেন্দ্র করে. সকালের ঘুম ভাঙলেই খাতার মলাটে অপেক্ষায় আছে কিরনমালা সহ অন্যান্য সিরিয়ালের ছবি গুলো, পাশাপাশি নারীদের চূড়ি থেকে শুরু করে যাবতীয় আসবাস পত্রগুলোও কিরনমালার নামে সংবাদ পত্রটির ও হেডলাইন প্রায়ই কিরনমালা সহ ভারতের অন্যান্য সিরিয়াল গুলোর নামেই পাবেন, কারন কিরনমালা দেখা নিয়ে অমুক মরেছে, মেরেছে, ক্ষেপেছে, ইত্যাদি ইত্যাদি, অবিশ্বাস হলেপোস্টটি কিছুক্ষন পড়া বাদ দিন, আশে পাশে তাকিয়ে দেখুন, কেউ আছে কিনা, যদি থাকে তবে তাকে প্রশ্ন করুন, কিরনমালা কি বিপদে আছে, বা পটল কুমার কি তার বাবাকে চিনেছে,ভারতের অন্য চ্যানেল নিয়েও প্রশ্নকরুন, দেখুন এমন হাজারো প্রশ্নের জবাব মুহুর্তেই পেয়ে যাবেন, যদিও সে বারবার পরিক্ষায় ফেল করে, অথবা ভূলে যায় কি কি আনতে বলেছিল তাকে বাজার থেকে
যদি ভারতের চ্যানেল রক্ষার্থে দেশে ভোটের ব্যাবস্থা করা হয়া,তবে বাংলাদেশের চ্যানেল মালিকগুলো হয়তো বলেও বসবে, ভোট সুুষ্ঠু হয়নি, কার চুপি হয়েছে, আমাদের সময় সংবাদে ২০১৪ সালে একটা শিরোনাম ছিলো, "পাখির প্রেমে প্রান বিসর্জন" যার অর্থ পাখির জন্য নয়, স্টার জলসার পাখি ড্রেস না পাওয়ায় প্রান বিসর্জন. এই সংবাদের ভিক্তিতেই বাংলাদেশে সব ধরনের ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ চেয়ে সরকারকে এই উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া যাই হোক আমার চাইতে আপনি অনেক জানেন, কিরনমালা অনেক কেই মরনমালা, আবার কাউকে জুতারমালা পরিয়ে দিয়েছে সমাজের চোখে, শিরোনাম গুলো পড়লেই বুঝবেন মেয়ে আগুনে পুড়ে মরল, তবুও মা কিরনমালা দেখতে মগ্নচলো পাল্টাই, এটাই স্টার জলসার হেডিং তাই স্টার জলসা এভাবেই পাল্টে দিচ্ছে আমাদের জীবন
এ যেন গাঁজার চেয়েও মারাত্বক নেশায় পরিনত হয়েছে. কারন স্টার জলসার জালে আমরা ফেসে গেছি, গত স্টার জলসার টেলিসম্মান অনুষ্ঠানেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব়্যানার্জী বলেছিলেন, আমাদের সিরিয়ালের নায়িকারা নায়কদের শান্তি়তে থাকতে দেবেনা
স্টার_জলসা wikipedia
.
স্টার জলসা ( ইংরেজি: Star Jalsha), হল স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলের নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত একটি বাংলা ভাষায় সম্প্রচারিত সাধারণ বিনোদনমূলক চ্যানেল।
[১] চ্যানেলটি ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর চালু হয় এবং তার ব্র্যান্ড স্লোগান "চলো পাল্টাই" (Cholo Paltai) নাম নিয়ে বিভিন্ন পারিবারিক ঘরানার নাটকীয়তামূলক অনুষ্ঠানমালা প্রচার করে থাকে।
.প্রধান কার্যালয় নজরুল ইসলা সরণি ভিআইপি রোড, কলকাতা
.অনুষঠান মালা- 1.ইচ্ছে নদী 2.বধূবরন 3.পটল কুমার গানওয়ালা 4.তুমি আসবে বলে 5.চোখের তারা তুয় 6.কিরণমালা 7.পাখি 8.মিলন তিথি 9.পুনি পুকুর 10.ভক্তের ভগবান শীকৃষ 11.খোকা বাবু https://bn.m.wikipedia.org/wiki/স্টার_জলসা স্টার_জলসা wikipedia >
.
পোস্টটি কারো উপকারে এলেই আমি খুশি
পারলে আমার এক বার ঘুরে যাবেন, আর যারা আমার Ashrafpur.com যারা লাইক দেন নি, অনুরোধ Ashrafpur.comএকটা লাইক দিবেন, কোন সমস্যা হলে ">. কোরিয়ান ভাষা শিখে বিদেশ যেতে চান.তো চলে আসুন এস, এম, কোরিয়া ভাষা শিক্ষা ও কোচিং সেন্টারে.
.
0 Reviews:
Post Your Review