অন্যান্য
নারী বসিকরন মন্ত্র
Short Description:
মন্ত্র:অচল ঘাটের নিশ্চল পানিতাহার উপজিত কালের বাঘিনীকালের বাঘিনী বলেন তোরে…………পাঁচ আত্তা পাঁচ প্রানআনিয়াদে মোরেমাছের পিত্ত, হরিনীর পিত্ততৈল করিয়া পোরাইম………….. পাঁচ চিত্ত।
উপরোক্ত মন্ত্রটি প্রথমে কোন স্বিদ্ধ গুরুর নিকট থেকে অনুমতি প্রাপ্ত হয়ে মুখস্থ করে নিতে হবে।
তার পর যখন কাজে লাগাবে তখন নদীর ধারে গিয়ে নদীর পাকের পানি এক দমে উপরে আনতে হবে এবঙ সেই পানি বাড়িতে এনে উক্ত মন্ত্র ৭-১১ বার জপ করে পানিতে ফুক দিতে হবে তারপর সেই পানি কাঙ্খিত মেয়ের গায়ে ছিটিয়ে দিতে হবে হবে এবঙ সম্ভব হলে কিছু পানি মেয়েটাকে খাওয়াতে হবে। তাইলে মেয়েটিসাধকের বশিভুত হবে।
মেয়ে বশিকরন (মুসলিম)মন্ত্র:“
ফাসা ইয়াকফিকা’হুমুল্লাহু ওয়া হুওয়াস সামিউল আলিমিউক্ত মন্ত্র পানের উপর লিখে বা ফু দিয়ে কাউকে খাওয়ালে সে যে খাওয়াবে তার প্রেমে পাগল হবে।
0 Reviews:
Post Your Review