মেমোরী কার্ড ফরমেট হয়ে গেলে.. - ashrafpur
SUBTOTAL :

Follow Us

internet
মেমোরী কার্ড ফরমেট হয়ে গেলে..

মেমোরী কার্ড ফরমেট হয়ে গেলে..

Short Description:

Product Description

মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন

আমাদের ফোন বা ট্যাবে ব্যবহার হওয়া মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায় কিংবা এতে থাকা ছবি যদি মুছে যায় তবে আমরা তা কিভাবে ফিরে পাবো? এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের অনুরধ করেছেন সমাধান দিতে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে মেমোরি কার্ডে মুছে যাওয়া ছবি ডাটা ফিরিয়ে আনবেন।

আপনার শখের মেমোরি কার্ড থেকে ছবি কিংবা ডাটা মুছে গেলে আপনাকে শুরুতে তা ফিরিয়ে আনতে যা করতে হবে তা হচ্ছে এখান থেকেসফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন। এবার নিচের ধাপ সমূহ একে একে অনুসরণ করুন এবং সারিয়ে তুলুন আপনার মুছে যাওয়া সব প্রয়োজনীয় ডাটা/ ছবি।

ধাপ-১: প্রথমেই আপনাকে আপনার যে মেমরি কার্ড রিকভার করতে চান ওই মেমরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না এই বিষয়টি নিশ্চিত করতে হবে। মেমোরি কার্ডে আগের মুছে যাওয়া স্থানে নতুন কিছু না রাখলে তা সেভাবেই থাকে সাধারণত, কারন একবার নতুন করে কিছু অ্যাড করলেই কার্ডে খালি স্মৃতিতে আগের ডাটা গুলো আর থাকবেনা।

ধাপ-২: উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।

ধাপ-৩: ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে, এই তালিকায় ছবি, ডাটা, গান, মুভি এমন অনেক কিছুই থাকবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মত পছন্দ করতে পারবেন। আপনার মুছে যাওয়া ডাটার যা যা রিকভার করা লাগবে তা তা রিকভার করতে পারবেন, তবে আপনি যদি আপনার প্রিয় কোন ছবি ফিরিয়ে আনতে চান তবে সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর পরের ধাপে যেতে Next বাটনে ক্লিক করুন।

ধাপ-৪: এবার আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।

ধাপ-৫: এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। জেপিইজি, পিএসডি, পিং ইত্যাদি। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে ‘Switch to advanced mode’ বাটনে ক্লিক করুন, এখানেই আরো অনেক অপশন পাবেন সেখান থেকে জেপিইজি, পিএসডি, পিং আপনার যা লাগবে নির্ধারণ করে দিন।

ধাপ-৫: এবার আপনাকে ‘Recover’ বাটনে ক্লিক করে সেভ হওয়ার স্থান দেখিয়ে দিতে হবে।

এবার কিছুক্ষণ সময় নিন, সব ফাইল রিকভার হতে সময় লাগবে কিছু সময়। অস্থির হবেন না, কিছু সময় পরেই আপনাকে নটিফিকেশান জানাবে সফটওয়্যার। এবার আপনার সেভ হওয়ার জন্য নিরধারিত সেভ হওয়া স্থানে গিয়ে ডাটা দেখে নিন ঠিক আছে কিনা!

সূত্র- piriform.com

   

 

0 Reviews:

Post Your Review