‘আরাকান রাজ্য থেকে ভেসে আসছে মানবতা, কিন্তু বিশ্ব নীরব’ এমনই প্রশ্ন তুলে সোমবার নাফ নদীতে ভাসমান এক রোহিঙ্গা শিশুর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে শিশুটির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা ও সেনাবাহিনীর নির্যাতনে ৫শ রোহিঙ্গা নিহত হওয়া সহ গৃহহীন হয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা। এদিকে রাখাইনে সেনাবাহিনীর বর্বরতায় নারী শিশুসহ কেউই রক্ষা পাচ্ছেনা বলে অভিযোগ করেছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে’।
মিয়ানমারে সেনাবাহিনীর দমন-নিপীড়নে এরই মধ্যে প্রাণ বাঁচাতে দলে দলে হাজারো রোহিঙ্গা আশ্রয়ের আশায় বাংলাদেশের সীমান্তে জড়ো হয়েছে।
গেলো বছরের অক্টোবরে রাখাইনে একই কায়দায় দমন-পীড়ন শুরু হয়েছিল। তখন হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এরই মধ্যে মিয়ানমারের কয়েক লাখ নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। নতুন অনুপ্রবেশে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতন থেকে রেহাই পেতে সম্প্রতি পলায়নরত রোহিঙ্গাদের ওপর নোম্যান্স ল্যান্ডে গুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
দেশটির সীমান্তরক্ষীদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। অনেকে নৌকায় অনুপ্রবেশের অপেক্ষায় ভাসমান আছেন
0 Reviews:
Post Your Review