আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, মেম্বার পদে ৩৪ জন প্রার্থী ও মহিলা মেম্বার পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়াম্যান পদে
আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম
আ.লীগ নেতা আবু বক্কর
জামায়াত নেতা রুহুল আমিন
ও
বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র জমা দেন
মেম্বার পদে
১ নং ওয়ার্ড
মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, মোঃ খন্দকার আবু হায়াৎ সোন,
২নং ওয়ার্ডে
মোঃ সাইদুর রহমান, মোঃ কাবুল আলী, মোঃ আক্কাস আলী, মোঃ খালেকুজ্জামান,
৩ নং ওয়ার্ড
মোঃ মজিদমীর, মোঃ মনিরুল ইসলাম, মোঃ দরুদ আলী, মোঃ শহীদ একনরাম, মোঃ জিয়ারুল ইসলাম, মোঃ আসাদউল্লাহ,
৪নং ওয়ার্ড
মোঃ মওলাদ হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আজিরুল হক
৫ নং ওয়ার্ড
মোঃ ইসরাফিল হোসেন, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ বাদশা,
৬ নং ওয়ার্ড
মোঃ শফি উদ্দিন, মোঃ সাত্তার হালসানা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রাজন আলী,
৭ নং ওয়ার্ড
মোঃ রশিদ আলী, মোঃ জুয়াদ আলী, মোঃ কাউছার আলী, মোঃ ইয়াদ আলী,
৮ নং ওয়ার্ড
মোঃ সিরাজুল ইসলাম মোঃ ইয়ার আলী, মোঃ মিনারুল ইসলাম,
৯ নং ওয়ার্ড
মোঃ আমির আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ রিপন আহামদ মনোনয়ন পত্র জমা দেন।
মহিলা সদস্যা পদে
১নং ওয়ার্ড
হোসনে আরা, হাজেরা খাতুন, পারভিন আক্তার,আরিফা খাতুন, রাকিবা খাতুন, তাহেরা খাতুন,
২নং ওয়ার্ড
মোছাঃ হাবিবা খাতুন, মোছাঃ মনিরা খাতুন, মোছাঃ কহিনুর খাতুন, মোছাঃ চিন্তা মনি, মোছাঃ ভ্যাজালি খাতুন, মোছাঃ উলফা খাতুন
৩নং ওয়ার্ড
মোছাঃ জাহারুন নেছা, মোছাঃ শহিদা খাতুন, মোছাঃ সোনা ভানু ও মোছাঃ ডেইজি খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য যে
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ এবং মেহেরপুর পৌরসভার সীমানা বিরোধে ভোট গ্রহন বন্ধ ছিল।রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের তফশীল ঘোষনায়, আগামী ৩১ অক্টোবর আমদহ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে, ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৬ ই অক্টোবর, ৭ ই অক্টোবর বাছায়, ১৪ ই অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৫ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে বলে ধার্যকরা হলেও Oct 06,2016 তারিখে 6:30 PM এ পৌরসভা ও 8:30 PM এ আমদহ Ⓤ Ⓟ নির্বাচন স্থগিত করার আদেশ দেন আদালত,,,
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, নির্বাচন স্থগিত থাকবে
0 Reviews:
Post Your Review