প্রবাসীদের জন্য চালু করা হলো বিশেষ কলসেন্টার
প্রবাস জীবনে বিভিন্ন সময় বাংলাদেশিরা নানা সমস্যা পড়ে থাকেন। যে সমস্যাগুলো বাংলাদেশ সরকারকে জানানোর কোন সঠিক ব্যবস্থা ছিলো না এতোদিন। এবার তাদের সমস্যা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রবাসীদের জন্য চালু হয়েছে
"প্রবাসবন্ধু কল সেন্টার"
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম কল সেন্টারটি উদ্বোধন করেন। যেই নাম্বারে প্রবাসীরা তাদের অভিযোগগুলো জানাতে পারবেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় এই কল সেন্টার চালু করেছে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড। এজন্য একটি আইপি টেলিফোন নাম্বারও
"প্রবাসবন্ধু কল সেন্টার"
"09654333333"
নির্ধারণ করা হয়েছে। প্রবাসীরা তাদের নানা অভিযোগ,আইনগত তথ্য ও সেবা, প্রবাসে আটক কর্মীদের মুক্ত করা, পাসপোর্ট সংক্রান্ত সেবা, মৃতদের পরিবহণ ও দাফন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মেধাবী সন্তানদের বৃত্তিসহ নানা প্রয়োজনে কল সেন্টারকে পাশে পাবেন।
প্রবাস থেকে সরাসরি ফোন করা ছাড়াও মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমোতে এই নাম্বার চালু থাকছে
8801678668813
আপনি চাইলে Email করতে পারেন
probashbondhu.wewb@gmail.comএই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা।আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কলসেন্টার থেকে সৌদি আরব, মালয়েশিয়া ওজর্ডানে বসবাসরত কমপক্ষে ২৫ লাখ প্রবাসী সুবিধা নিতে পারবেন। এটি প্রথম তিন মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর এর কার্যকারিতা সফল হলে ধারাবাহিকভাবেঅন্যান্য দেশের জন্যও নতুন এই সেবা চালু করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকেসন্ধ্যা ছয়টা পর্যন্ত এখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।advertisement
তথ্য সূত্র
bangla.24livenewspaper.com
পোস্টটি কারো উপকারে এলেই আমি খুশি
পারলে আমার এক বার ঘুরে যাবেন, আর যারা আমার Ashrafpur.com যারা দেন নি, অনুরোধ Ashrafpur.comএকটা দিবেন, কোন সমস্যা হলে
0 Reviews:
Post Your Review