Android কি
যাই হোক Android নিয়ে বলে শেষ করা যাবেনা, প্রতি পর্ব কিছু কিছু জানাবো
.
Android ব্যাহারের পুর্বে জেনে নিন, কিভাবে. এটাকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রন করবেন, যদি সাউন্ড স্লো হয়ে যায়
Android ফোনে Android ফোনের ভলিওম বাড়িয়ে নিন ।এটি Symphony, Walton micromax, ইত্যাদি. ফোনে কাজ করবে । আপনাকে যা করতে হবে। প্রথমে ডায়াল প্যাডে যান এবার নিচের কোডটি চাপুন। Code *#*#3646633#*#* এবার আপনার ফোনটি engineer mode এ প্রবেশ করবে। এবং নিচে Telephony লেখা থাকবে । এবার ডান থেকে বামে টানুন। Connectivity লেখা থাকবে এটারো কোনো কাজ নেই আবার ডান থেকে বামে টানুন এবার দেখেন Hardware Testing নিচে আছে Audio তে ক্লিক করুন এবার Loud Speaker mode এ ক্লিক করুন। এবার আসল কাজ মন মতো বসিয়ে দিন। Level0-Level6 করে দিন । Value is 0~255 255 করে Set চাপুন। এবার max vol 0~160160 করে Set এ চেপে বেড়িয়ে আসুন এবার যে কোর মিউজিক চালু করে দেখুন,
আরো কিছু সিস্টেম কোড
১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#*
৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্- *#12580*369#
৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#
১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#
১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#*
১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#*
১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#
১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*
১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#*
১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#*
১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*
১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*
১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*
২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*
blue
0 Reviews:
Post Your Review