মোবাইল এ চার্জ নেই, তো এদিকে আসুন, চার্জ দিন - ashrafpur
SUBTOTAL :

Follow Us

মোবাইল ভাবনা
মোবাইল এ চার্জ নেই, তো এদিকে আসুন, চার্জ দিন

মোবাইল এ চার্জ নেই, তো এদিকে আসুন, চার্জ দিন

মোবাইল ভাবনা
Short Description:

Product Description




মোবাইলে চার্জ না থাকলে যে কেমন লাগে। যারা, নেট ব্যাবহার করেন, তারাই টের পান । এমন ও হয় ,ইমারজেন্সী কল করতে হবে, কিন্তু. low battery pic pic করছে, এই সব মুহুর্তের জন্যই, কি করে কল করবেন । তার সমাধান দিতেই, এই পোস্ট টি, লেখা, তবে চার্জ যে কখনোই দিতে হবেনা, তা কিন্তু বলছি না ।

চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ট্রিকটা কি?

ধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যটারি লো…। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকার… কিন্তু হাতের কাছে চার্জার নেই…। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন । নকিয়া কিছু চার্জ রিজার্ভ করেরাখে । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন… সে ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে হবে…আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে আপনি, দেখবেন আপনার ব্যটারী লেভেল ৫০% বেড়ে গেছে । এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে নিন। (ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন) । আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক চার্জ হয়ে যাবে। তবে মনে রাখবেন সকল মোবাইল এ ট্রিক কাজ নাও করতে পারে

অন্নান্য ফোন গুলোর জন্য কি করবেন, জেনে নিন ।

যে সকল ফোন এর ব্যাটারী একদম লো হয়ে যায়, 0% পারসেন্ট দেখায়, এবং ফোনটি স্যুট ডাউন হবার জন্য Phone sutdown 10 sec.. এমন অনেক লেখা ওঠে, সাথে লেখার নিচে cancel. ok option লেখা ওঠে, সেই সকল সেট গুলোর ক্ষেত্রে, ফোন টি আপনার প্রয়োজনে চালু করে রাখতে cancell এ টাচ করুন । দেখবেন ফোনটি অনেক ক্ষন চালু থাকবে, যদিও লো ব্যাটারি থাকে ।



 

যে বিষয় গুলো অনেকে জানেন না ।

ফেইসবুক এপস্ ও ফেইসবুক ম্যাসেন্জার হলো চার্জ খাবার যম. তাই এটা instrall রাখবেন না । আবার অনেকেই বিভেন্ন ধরনের এপস্ ব্যাবহার করে থাকেন, ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য, খেয়াল রাখবেন, মাথায় হেলিক্যাপটার এর পাখা সেট করে যদি ভাবেন, এটা চালু করে আমাকে একটু শুন্যে তুলে হালকা করে রাখবে, তাহলেও পাখা কিন্ত আপনার মাথায় বসে, আপনার ই শক্তি নিয়েই বসে থাকবে । বিশেষজ্ঞরা বলেন, মোবাইল ফোনের মেসেজিং অ্যাপ্লিকেশনের ব্যবহার ব্যাটারির আয়ু দ্রুত শেষ করে ফেলতে সক্ষম। এসব অ্যাপ্লিকেশন ব্যবহার না করলেও ব্যাটারি থেকে চার্জ খরচ করতে পারে।

বেশি তাপে ব্যাটারি কম টেকে

ব্যাটারির দীর্ঘায়ুর সঙ্গে তাপমাত্রার বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বেশি তাপে ব্যাটারি কম টেকে। মোবাইল ফোনটি যদি সব সময় বেশি গরম হয়, তখন ফোনটির ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এখন কী করা যায়? বিশেষজ্ঞরা জানান, ব্যাটারি দীর্ঘায়ু করতে ঘন ঘন চার্জ দিন, তবে চার্জ দেওয়াটা যেন আবার অতিরিক্ত পর্যায়ে চলে না যায়। চার্জ কমে গেলে যেমন চার্জ দেবেন কিন্তু মাঝেমধ্যে আবার ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করে ফেলবেন। আপনার ফোনের ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য যতটা সম্ভব কমিয়ে রাখবেন। ফোনের ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ্লিকেশনটি বেশি চার্জ খরচ করছে, সেটি খুঁজে বন্ধ করে দিন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখা যায়। ব্যাটারির চার্জ একটু বেশি সময় ধরে রাখতে খুব অল্প সময়ে এ ধরনের পরিবর্তন আনা যেতে পারে। পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা স্মার্টফোনের পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা ভালো। ফোনের সেটিংস থেকে এটি পরিবর্তন করা যায়, আবার কোনো কোনো মোবাইলে ব্রাইটনেস পরিবর্তনের জন্য শর্টকাট কি-ও থাকে। প্রয়োজন ছাড়া সব বেতার সংযোগ বন্ধ জিপিআরএস/এজ, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো প্রয়োজনের সময় ছাড়া বন্ধ রাখা উচিত। কারণ, এই সংযোগগুলো চালু থাকলে সেগুলো নিকটবর্তী সংযোগের উৎসটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। আর এই সময়ে যে পরিমাণ ব্যাটারি খরচ হয়, তা সেবা ব্যবহারের সময়ের চেয়েও বেশি। পুশ নোটিফিকেশন বন্ধ রাখা ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। যেটি চালু থাকলে মোবাইল ফোনটি একটি নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে। ফলে প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সময় পর পর ফোনটি নিজের মতো করে কাজ করবে, আর চার্জ খরচ হবে। দ্রুত চার্জ শেষ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহারনির্দিষ্ট ধরনের অ্যাপ্লিকেশন স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। এগুলোর ব্যবহারের জন্য বিভিন্ন মাত্রার মেমোরি, প্রসেসিং পাওয়ার লাগে।

সময় নিয়ে পোস্ট টি পড়লেন, এজন্য আন্তরিক অভিন্দন

বন্ধু ভালো থেকো, আশা করি পরবর্তী পোস্ট টি ও পড়বেন

আজ এই পর্যন্ত রইল, সকলেই ভালো থাকবেন, তবে, আমার ফেইসবুক page

background image

এ একটা

background image

দিবেন, এবং পোস্টগুলো আপনার টাইম লাইন এ, shaire করবেন প্লিজ, কোন সমস্যা হলে আমাকে ফেইসবুকে

background image

অথবা সরাসরি

background image

সবচেয়ে Fast Speed পেতে এখান থেকেই browse করুন, আপনার

background image
background image

background image
background image background imagebackground imagebackground image

বাংলাদেশ সহ পৃথিবীর সব পেপার পড়তে নিচের লিঙ্কে যান

 background image

শুভকামনা সকলের জন্য



0 Reviews:

Post Your Review