![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAIDQjnu1y_E_cM1mvhGWUkA1QFzYExJNO8-2iyKBD6WrTrZCYRv5aFW4GbQZI3U8vxJw5D1N1YJHuLSl3vN9WVPbu_4li21YVuZqOOK6__ldGYmIP2onMm359Y1ED2jzSlZknXR22zQj/s640/IMG_20160819_170434.jpg)
বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত সমালোচিত গেম Pokemon Go ।কিছুদিন আগে শাহরুখ খাঁন কে যখন আমেরিকার এয়ারপোর্টে আটক রেখেছিল, শাহরুখ খাঁন সাদরে বলেছিলেন, এই সময়ে কয়টা পোকেমন ধরে ফেললাম । ইয়ের পাতা, আর টিভির পর্দা ছেড়ে পোকেমনরা চলে এসেছে বাস্তবের দুনিয়ায়। ঘুরে বেড়াচ্ছে আমার আপনারমতো। সৌজন্যে শুধু একটা মোবাইল গেম।
পোকেমন গো। যার নেশায় ব্যাস্ত তামাম বিশ্বের গেম পাগলেরা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAIDQjnu1y_E_cM1mvhGWUkA1QFzYExJNO8-2iyKBD6WrTrZCYRv5aFW4GbQZI3U8vxJw5D1N1YJHuLSl3vN9WVPbu_4li21YVuZqOOK6__ldGYmIP2onMm359Y1ED2jzSlZknXR22zQj/s640/IMG_20160819_170434.jpg)
পোকেমন ধরার নেশায় কেউ পড়ছেন দুর্ঘটনার কবলে, তো কেউ চলে যাচ্ছেন বাড়ি থেকে অনেক দূরে। আবার কেউ ভুলেছেন রাতের ঘুম। মোবাইল থেকে যেন চোখ সরছে না কারও। আপনার এই কাণ্ডতে আশেপাশের লোকজন যতই বিরক্ত হোন, বিশেষজ্ঞরাকিন্তু বলছেন পোকেমন খেলুন। কেন জানেন? ব্রিটেনের এক দল চিকিৎসক বলছেন, পোকেমন গো খুবই ভাল হেলদি গেম। চিকিৎসক মার্গারেট বলেন, “পোকেমন গো ব্রিটেনেরসমস্ত রাস্তাকেই যেন প্লে গ্রাউন্ড বানিয়ে দিয়েছে।”সম্প্রতি প্রকাশিত একটি প্রবন্ধে চিকিৎসক ম্যাক কার্টনি জানাচ্ছেন, পোকেমন ধরতে সব মিলিয়ে প্রায় ২২৫ কিলোমিটার হেঁটে ফেলেছেন এমন লোকও বিরল নয়। এত হাঁটার ফলে নূন্যতম ১২.৭ কেজি ওজন কমাতে সক্ষম হচ্ছেন গেমাররা। তাঁর মতে, এই গেম ওবেসিটি এবং টাইপ২ ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা কমাচ্ছে। শুধু তাই নয়, দিনের আলোয় পোকেমন ধরতে গিয়ে ভিটামিন-ডি’র ঘাটতিও কমছে শরীরে। হাঁটাহাঁটির ফলে কমছে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও। তবে রাস্তাঘাটে এই গেম খেলার সময় সতর্ক থাকতে বলা হয়েছে পোকেমন লভারদের।তবে আর কী! মনের আনন্দে খেলুন পোকেমন গো। কিন্তু সাবধানে।
আগে Pokemon Go Apps টি
অথবা
করে নিন ।
এবার "instral" হতে দিন । শর্ত হচ্ছে ডাটা এবং GPS চালু থাকতেই হবে ।পোকেমন গো "instral" হয়ে গেলে আপনি avatore choice করে নিন.
দেখুন Gps এ দেখতে পারবেন আপনি কোথায় আছেন । এবং আপনার পক্ষে Avatore Animation দাড়িয়ে আছে স্কিনে ।
এবং স্কিনে দেখুন অনেক গুলো পোকেমন আপনার avatore ঘিরে রয়েছে ।
এবার আপনাকে পোকেমন ধরতে হবে, লোকেশন ফলো করুন, পোকেমন ধরতে আপনি লোকেশন বুঝে হাটতে থাকুন,
পোকেমন যেখানে আছে আপনি সঠিক ম্যাপ ধরে সেই স্হানটিতে দাড়াতে পারলেই, দেখবেন একটা পোকেমন ধরতে পারায়, আপনাকে স্বাগত জানাচ্ছে । তো বাকী পোকেমন গুলোও, একই ভাবে ধরুন । দাড়ান পোকেমন ধরা শুরু করলে বাকী পোস্টটুকু পড়তে ভূলে যাবেন । তাই
0 Reviews:
Post Your Review