যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো,
যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো, এমন অনেক কথাই ফোনে বলতে শুনা যায়, আবার কাছে গেলে দেখা যায়, অন্য কারো সাথে busy আছে, আপনার প্রান পাখি., অথবা ছেলে মেয়ে কে পড়তে দিয়েছেন ছাত্রাবাসে, তারা কোন পড়াতে ব্যাস্ত, সেই ইতিহাস গুলো জানতেই, আজকের লেখাতো আসুন দেখি কি কি আয়োজন
একটা অনুরোধ থাকবে, কার ও ক্ষতি করার উদ্দেশ্যে ব্যাবহার করবেন না আর যদি করে থাকেন তাহলে আমি দায়ী থাকবো না। যদি ইমেইল পাসওয়ার্ড বদল করে থাকে তাহলেও এটা ব্যাবহার করা সম্ভব এসএমএস দিয়ে। future গুলো ভালো করে দেখুন- জানতে পারবেন। আর এটার আর ও একটা ফিচার আছে সাহায্য কারী হিসেবে তার নাম হল এন্ড্রোয়েড লস্ট জাম্প স্টার্ট। এটা দাড়া রিমোট ইন্সটল করে প্রোগ্রামটিকে রান করা সম্ভব।এবার দেখে নেই কি কি লাগবে আর কিভাবে স্পায়িং করতে হবে।
- একটা জিমেইল id এবং pasword। এই ইমেইটিকে কাংক্ষিত ফোনের মেইন একাউন্ট হিসেবে বানাতে হবে। আর যদি userএটাকে তার প্রধান একাউন্ট হিসেবে গ্রহন করানো যায় তাহলে তো কথাই নেই। মোটকথা active ইন্টারনেটের সাথে এই account টি ঐ ফোনে loging থাকতেই হবে।Lost android google play store থেকে অবশ্যই ডাউনলোড করবেন
মোট কথা সব কিছুই জানবেন, কিন্তু uset কোন কিছুই টের পাবেনা।
আর এসব কিছু করতে হলে আপনাকে শুধু দুটো কাজ করতে হবে। এক হল আপনার প্রিয়জনের জিমেইল password জানা। আর দুই নাম্বারটা হল Lost ইন্সটল করা। এটাকে রিমোটলি মানে মোবাইল হাতে না নিয়েও ইন্সটল করা সম্ভব। কিন্তু সব ক্ষেত্রেই তার মেইলের pass word জানা থাকতে হবে। তাই আগে হয় নিজে ইমেইল খুলে দিন অথবা যেভাবেই হোক মোবাইলের ভিতর ইন্সটল করা pass word টি জেনে নিন। কারন আপনি এটা ব্যাবহার করলে সব কিছু আগে থেকেই জেনে যাবেন যার দারা পরবর্তীতে অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে পারবেন।এখন এ দায়িত্ব টা আপনার যে আপনি কোন পথে যাবেন।চলুন দেখে নেই কি কি ফিচার আছে এই Apps এ
Description Remotely control your Android phone from the internet or by SMS. Features:ইনস্টল করার জন্য আপনার একাউন্ট loging করে
তে যান - সার্চ বক্সে ' Android Lost লিখে সার্চ দিন এবার ফলাফল আসলে ' Android lost ' এ ক্লিক করুন ইনসটল এ ক্লিক করুন.বা google play icon এ ক্লিক করুন
সমস্যা হলে নিচের চিত্রে দেখুন
ই
ন্সটল হয়ে গেলে এবার
Androidlostঅথবা ইউটিউবের ভিডিওটি দেখে আসুন। আশা করি বুঝতে পারবেন
ফ্রিdowanloadকরে নিন, আর উপভোগ করুন ফ্রি Tv, Newse, Radio দেখুন ও পড়ুন, সাথে থাকছে Ashrafpur.com ibnaibadat.com ashrafpur.com
Ashrafpur Apps
এখন ও লাইক দেননি, তাদের নিকট একটি
লাইক আশা করি, সময় পেলে আমার
ঘুরে যাবেন, কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অথবা নিচের আইকনে টাচ করে কল দিন
সবচেয়ে Fast Speed পেতে এখান থেকেই browse করুন, আপনার
বাংলাদেশ সহ পৃথিবীর সব পেপার পড়তে নিচের লিঙ্কে যান
শুভকামনা সকলের জন্য
0 Reviews:
Post Your Review